মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের ৩৩ বছর পূর্তি উপলক্ষে সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় ৩ দিনব্যাপি বার্ষিক মহালয়া উৎসব আজ ২ অক্টোবর বুধবার, সকাল ৮টায় জাতীয় পতাকা, মহালয়া পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। সকাল সাড়ে ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সেবাব্রতীদের পরিচালনায় সমবেত চ-ীপাঠ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৬টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী চ-ীপাঠ প্রতিযোগিতা এবং রাত ৮টায় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠানের সমাপনী দিনে সকাল ৯টায় মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, চৌহাট্টা, সিলেটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল ১০টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতা, দুপুর ১-৩০ টায় মহাপ্রসাদ বিতরণ। বিকাল ৩টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সাংস্কৃতিক সম্পাদিকা হেপী দেব শিল্পীর পরিচালনায় সংঘের প্রশিক্ষণার্থী শিশু কিশোরদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪ টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫ টায় ধর্মসভা, সন্ধ্যা সাড়ে ৬ টায় সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বীরেন্দ্র কুমার চন্দ স্মৃতিবৃত্তি, উপেন্দ্র চন্দ্র দাশ-প্রভাসিনী দাশ স্মৃতিবৃত্তি, সুরেশ চন্দ্র বনিক স্মৃতিবৃত্তি, জ্যোতি চন্দ স্মৃতিবৃত্তি, শ্রীমা সারদা বৃত্তি, জলধীর রঞ্জন চৌধুরী স্মৃতিবৃত্তি, উপেন্দ্র নারায়ণ সিংহ মজুমদার ও বীণাপানি সিংহ মজুমদার স্মৃতিবৃত্তি, অমৃকা বিশ^াস স্মৃতিবৃত্তি, প্রীতি বালা দেবী স্মৃতিবৃত্তি, স্বপ্না দেবী স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান। সন্ধ্যা ৭ টায় ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ, রাত ৮ টায় দুস্থ অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ।
৩ দিনব্যাপি বার্ষিক মহালয়া উৎসবে বৃহত্তর সিলেটের দল মত নির্বিশেষে মহামায়ার সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস।