সতাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে ৬ দিন এবং লক্ষীপূজা উপলক্ষ্যে ১দিন সর্বমোট ৭দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এবং লক্ষীপূজা উপলক্ষ্যে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ০৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছেলেদের আবাসিক হলসমূহ শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও সৈয়দ মুজতবা আলী হলে ছাত্রদের উঠার বিষয়টি নির্ধারিত হওয়ার প্রেক্ষিতে উল্লেখিত হলের অফিসসমূহ, প্রক্টর অফিস এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ হয়। পরবর্তীতে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ চারমাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে শাবির ক্লাস পরীক্ষা।