সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২০ পরিবারকে পূনর্বাসনের জন্য নগদ ১০ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ টাকা বিতরন করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার লামাকাজি, খাজাঞ্চি ও রামপাশা ইউনিয়নের ১শত ৬০টি পরিবারের মাঝে ১৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।
এরআগে গত ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ সদর, অলংকারী ও দেওকলস ইউনিয়নের ১৭০ টি পরিবারের মাঝে নগদ ১৭ লক্ষ টাকা ও ২১ সেপ্টেম্বর দৌলতপুর ও দশঘর ইউনিয়নের ৯০ টি পরিবারের মাঝে ৯ লক্ষ টাকা বিতরন করা হয়।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলজার খান।
সোমবার অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি ও বিশিষ্ট রাজনীতিবীদ মো.গৌছ আলী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও ট্রাস্টি মুমিন খান মুন্না, ট্রাস্টি আনসার উদ্দিন, ট্রাস্টি মহিউদ্দিন পলাশ, ট্রাস্টি জামাল উদ্দিন রেজা, ট্রাস্টি আব্দুল কাইয়ূম ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজারি কমিটির কো-অর্ডিনেটর মাস্টার নিশি কান্ত পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ মো.আরব খান, যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী, বিশিষ্ট রাজনীতিবীদ ময়নুল ইসলাম, প্রভাষক মোনায়েম খান, সমাজসেবক শফিকুর রহমান বাবুল, নুরুল ইসলাম, সংগঠক কয়েছ শিকদার, জালাল উদ্দিন, নাছির উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান বলেন, বিশ্বনাথ উপজেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য ১৯৯৪ সালে প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। গত ৩ দশক ধরে ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৩ কোটি টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। শিক্ষা উন্নয়নের পাশাপাশি ক্রিড়া, স্বাস্থ্য, সংস্কৃতি ও আর্তমানবতার সেবায়ও ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এ ট্রাস্ট। ভবিষ্যতে টাকার অভাবে যাহাতে কোন শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করবে এই সংগঠন।