সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

মধ্যস্থতাকারীদের নিয়ে কটুক্তি, মৎস্যজীবীদের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : ০১/১০/২০২৪ ০৩:৩৩:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
17

সিলেটের বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় মধ্যস্থতাকারী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতাদের নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন মৎস্যজীবীরা।


সোমবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নরে মাহতাবপুর বাজার মৎস্য আড়তে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য আড়ত দখলে নিতে ‘অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি’র সাথে দ্বন্দ্ব চালিয়ে আসছে প্রতিপক্ষ হেলাল উদ্দিন গংরা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামললা পাল্টা হামলা, সংঘর্ষ আর মামলা চলে আসছে। সম্প্রতি হেলাল উদ্দিন বাজার পরিচালনা কমিটির সদস্য বশির আহমদর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।


এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিষয়টি দেখে নেয়ার উদ্যোগ নেন। আর তিনি এ বিষয়টি আপোষে দেখে দেয়ার জন্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে নির্দেশ দেন। তারা জেলা, মহানগর ও লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি সমন্বয়ে বিচারের মাধ্যমে সমাধান করে দেন। কিন্তু ২৯ সেপ্টেম্বর প্রতিপক্ষ হেলাল উদ্দিন গংরা সংবাদ সম্মেলন করে মধ্যস্তকারী ওই বিএনপি নেতাদের গালমন্দ করে কটুক্তি করেন। আর এর প্রতিবাদে মৎস্যজীবীরা ওই প্রতিবাদ সমাবেশ করেন।


লামাকাজী ইউনিয়ন বিএনপির হাজী শফিকুর রহমানের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৎস্য আড়তের অর্ন্তবর্তি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফখর উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য বশির আহমদ ও সিরাজ মিয়া।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি