সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

পাথরভর্তি ট্রাকে মিললো পৌনে ২ কোটি টাকা ভারতীয় পণ্য

  • প্রকাশের সময় : ০১/১০/২০২৪ ০৩:১৩:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
25

সিলেটে বালুভর্তি ট্রাকে চিনির পর পাথরভর্তি ট্রাকে এবার পাথরের ট্রাকে মিললো ভারতীয় কাপড়ের চালান। সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পাথরবাহী ট্রাকে আসা পৌনে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে পুলিশ।


এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করলেও পালিয়ে যায় এক চোরাকারবারি।


সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজার এলাকা থেকে পাথর ভর্তি ট্রাকে আসা চোরাই কাপড়ের চালান জব্দ করা হয়। এরমধ্যে ভারতীয় ৩ হাজার ৯৬২ পিস শাড়ি ও ২০২ পিস লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত কাপড়ের মূল্য এক কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভারতীয় শাড়ির চালান জব্দ করেন।


আটকরা হলেন- ট্রাকের চালক রাজশাহী জেলার মতিহার উপজেলার বুধপাড়া ইউনিয়নের মোহননীড় গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে মো. সাকিল ইসলাম (৩২) ও হেলপার একই ইউনিয়নের গনির দালান গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. মারুফ ইসলাম (২৪)। এ সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়া গ্রামের মো. রফিকের ছেলে তাহের (২৫) পালিয়ে যান বলে পুলিশকে জানায় আটকরা।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পাথরবোঝাই ট্রাকে করে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে ভারতীয় কাপড়ের চালান নিয়ে আসছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসব চোরাই পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালসহ আটকদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি