বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে দুই মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হবিগঞ্জের মোট নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারিমুল হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কারিমুলের মামা মো.শরিফ বলেন, আমার ভাগনে আন্দোলনে সক্রিয় ছিল। ৫ আগস্ট আন্দোলনের সময় তাকে মারাত্মকভাবে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে। আমার ভাগনের জন্য সবাই দোয়া করবেন।
তিনি বলেন, কারিমুলের মরদেহ এখনো এসে পৌঁছায়নি। আজ রাতে মরদেহ আসবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় জানাজা হবে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, শহীদ পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। ময়নাতদন্তের পর তারা ঢাকা থেকে রাতে আসবে। কাল জানাজা হবে। আমিসহ আমার টিম সেখানে উপস্থিত থাকবে।