সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন : একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ০১/১০/২০২৪ ১১:১১:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।


সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ দুর্ঘটনা ঘটে।


অগ্নিকান্ডে নিহতরা হলেন- শিমেরখাল গ্রামের দিনমজুর  এমারুল মিয়া (৫৫), তার স্ত্রী পলি আক্তার (৪৫), শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।


মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।


এ বিষয়ে জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, গভীর রাতে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিভিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরটি ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘরের ভেতরে দরজায় তালা মেরে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি