“কন্যাশিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম।