সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৪ ০৬:৪৭:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷ 


এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আকরাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়াসহ আরও অনেকে৷ 


অনুষ্ঠানের শুরুতে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর কৃষকদের মধ্যে গাছের চারা- বীজ, মহিলাদের মধ্যো সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি