সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার থেকে স্বামীসহ সাবেক এমপি হেনরি গ্রেফতার

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৪ ০৪:৩০:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
53

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।


সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার বেশ কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে স্বামীসহ হেনরিকে গ্রেফতার করা হয়।


র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি