সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৪ ০১:২৫:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী মো.আব্দুল হামিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:এস এম এমদাদুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মো:আবুল হোসেন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দীন, দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আবৃদুল ওয়াহিদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা মো.মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো আম্বিয়া আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের আবদুল হান্নান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, বিভিন্ন পুজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব দোয়ারাবাজারে শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দোয়ারাবাজারে  সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি