মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রীর আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরুল রহিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
পুলিশ জানায়, বদরুল রহিমপুর ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের চেয়ারম্যান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।