সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশের সময় : ২৯/০৯/২০২৪ ০৭:৩৯:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায়  সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। 


রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রক্তের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


রক্তের গ্রুপ নির্ণয় উদ্বোধন উপলক্ষে আলোচনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমারবসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা। ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী আকমল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আব্দুর রউফ, বক্তব্য রাখেন জীববিজ্ঞান প্রভাষক নিয়াজ আহমেদ ভূঁইয়া।


এসময় ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান প্রভাষক অশেষ কান্তি দেসহ ডিগ্রি কলেজ সেচ্ছাসেবী (হিল সামাজিক) সংঘটনের সদস্য রুহুল আমিন, জাকারিয়া, দুলাল, ফেরদৌস, অভি, মনোয়ার, নাঈম, জুবায়েল, শেখ সাহবির, শামিমুর আহমদ, সাব্বির আলী, সাখয়াত সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা শেষে ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্ককর্তা ডাক্তার শারমিন আরা আশাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়। ১ অক্টোবর থেকে দাপে দাপে ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি