সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে গাঁজাসহ দুই নারী আটক

  • প্রকাশের সময় : ২৮/০৯/২০২৪ ০৫:৪৯:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
98

হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজা জব্দ ও দুই নারীকে আটক করেছে পুলিশ। 


শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুই নারীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)।


এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি অটোরিকশা (সিএনজি) জব্দ করা হয়।


মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি