সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সিলেটের মাহাম

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৪ ০৮:১৩:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
188

রয়্যাল কমনওয়েলথ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা ‘দি কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা-২০২৪’  সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সিলেটের শিক্ষার্থী রিশতিয়া ফেরদৌস মাহাম।


কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা। ২০২৪ কমনওয়েলথের ৭৫ বছর পূর্তি। প্রতি বছর বিশ্বের হাজার হাজার তরুণ-তরুণী এতে অংশ নেয়। এটি কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার, যুবক-যুবতীদের কণ্ঠকে উন্নত করার এবং সৃজনশীল লেখার মাধ্যমে মূল দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়।


রিশতিয়া ফেরদৌস মাহাম সিলেটের পাঠানটুলা স্কলার্সহোম ক্যাম্পাস’র সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ডা.মো.আলমাহির ফেরদৌস ও সামছিয়া খাতুনের বড় সন্তান।


রিশতিয়া ইতোপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক পরিমন্ডলে এটাই ছিল তার প্রথম অংশগ্রহণ।


রিশতিয়ার এ অর্জনে হাফিজ মজুমদার ট্রাস্টের এডুকেশন ডিরেক্টর প্রফেসর ডক্টর কবির চৌধুরী তাকে অভিবাদন জানান। ছোট বেলা থেকে আইটিতে আগ্রহী রিশতিয়া ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে।


এই বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী রচনা প্রতিযোগিতাটি ১৮৮৩ সালে শুরু হয়েছিল যা স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা হিসেবে সমাদৃত।


রিশতিয়া ফেরদৌস মাহাম অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সিলভার এওয়ার্ড অর্জন করায় তার পিতা ডা. মো.আলমাহির ফেরদৌস মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি