সিলেটে সন্ত্রাসী হামলায় এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।
তার নাম আবুল কালাম আজাদ। তিনি এনআরবি ব্যাংক শাহী ঈদগাহ উপশাখার ইনচার্জ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পশ্চিম পাঠানটুলাস্থ বাসভবনে হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা বাসায়ও ভাঙচোর করেছে।
প্রত্যক্ষদর্শী ও আবুল কালাম আজাদের এক সহকর্মী জানান, হকিস্টিক রামদা কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল মঙ্গলবার সন্ধ্যায় তার বাসায় হামলা চালায়।
এসময় আবুল কালাম আজাদের মাথায়, মুখে, দাঁতে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তাকে আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, স্থানীয় একজন প্রভাবশালী নেতা এনআরবি ব্যাংকের শাহী ঈদগাহ উপশাখায় ৪ কোটি টাকার এস.এম.ই লোনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু অনুসন্ধানে তার দেয়া দলিলাদি ও প্রতিষ্ঠান ভুয়া প্রমাণিত হলে তার লোন ফাইলটি বাতিল করা হয়।
এরপর ওই নেতা নানাভাবে চাপ প্রয়োগ করেও ম্যানেজার আবুল কালাম আজাদকে লোন ফাইলটি অনুমোদন করাতে না পেরে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দেন। মঙ্গলবারের হামলায় ওই মহলটির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রবল আশঙ্কা আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যদের।
বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে সুস্থ হওয়ার পর আইনের আশ্রয় নেয়ার কথাও জানিয়েছেন আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সূত্র।