সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

সাবেক এমপি-সিসিক মেয়রসহ ৮৮ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : ২৪/০৯/২০২৪ ০৮:৪১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
188

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ৮৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।


এজাহারে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জখম ও হত্যাচেষ্টার অপরাধে এ মামলা দায়ের করা হয়। মামলায় বেশিরভাগের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত।


রোববার (২২ সেপ্টেম্বর) নগরীর শাহপরাণ থানায় মামলা (নং-২৬(৯)২৪) দায়ের করেন শিবগঞ্জ এলাকার বাসিন্দা ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুস সালাম।


মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুজ্জামানের পিএস সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, যুবলীগ নেতা শামীম ইকবাল, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাহিদ রহমান, শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী সাদিকুর রহমান আজলা, ২১ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল নাসরিন উর্মি, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি