সিলেট নগরীর আম্বরখানা ইস্টার্ণপ্লাজা মার্কেটের সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের ২ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৫ থেকে বিশ জনের একটি গ্রুপ এই হামলার ঘটনা ঘটায়। এতে দুজনেই রক্তাক্ত আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
হামলায় আহতরা হচ্ছেন- খাসদবির মোল্লা পাড়ার মৃত রফিক খানের ছেলে সুবেদ খান (২৫) ও সাপ্লাই কলবাকানী এলাকার নুরুল ইসলামের ছেলে শাকিল আহমদ (২৬)।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আহত সুবেদ খানের ভাই মাহফুজুল করিম শিপলু খান।
জানা যায়, ছাত্রদল কর্মী সুবেদ খান তার বন্ধুদের নিয়ে অবসর সময়ে ইস্টার্ণ প্লাজা মার্কেটের সামনে বসতেন ও সংগঠনের বিভিন্ন মিটিং করতেন। শনিবার রাতে মার্কেটের সামনে বসে মিটিং শেষ করে যাওয়ার আগ মুহুর্তে কিছু দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং একটি মোটর সাইকেল ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন- বিষয়টি জেনেছি, তাদের নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসার চেষ্টা করতেছেন, না হলে আইনানুগ ব্যবস্থা করা হবে।