সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

সিলেটে ৫ থানার ওসি বদলি

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৪ ০২:৫৬:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
84

সিলেটে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়েছে। শনিবার (২১সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।


গত ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার ওসিকে বদলি করা হলো।


থানাগুলো হলো-ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ।


বদলিকৃত সবাইকে সিলেট জেলা পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে।


বদলিকৃত কর্মকর্তারা হলেন-ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুর থানার ওসি মো.তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি