সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ১২লাখ টাকার মহিষ ও মাছ জব্দ

  • প্রকাশের সময় : ২০/০৯/২০২৪ ১১:০৪:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
105

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মহিষ ও মাছের চালান জন্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।


শুক্রবার(২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।


বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সন্ধ্যা ও গভীর রাতে পৃথক অভিযানে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে বাংলাবাজার বিওপির বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫ থেকে বাংলাদেশ অভ্যন্তরে রাঙ্গাউঠি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। 


এসময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৫ টি মহিষ ও বাংলাদেশ থেকে ভারত যাওয়ার পথে মেইন পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুশিউড়া নামক স্থান থেকে ৩০০কেজি শিং মাছ জব্দ করা হয়।


বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষ ও মাছের চালান রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মহিষ ও মাছের আনুমানিক বাজার মুল্যে ১২ লাখ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি