সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনে স্বস্তির বৃষ্টি

  • প্রকাশের সময় : ১৯/০৯/২০২৪ ০৪:২৪:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
168

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে দমকা হাওয়া সহ বৃষ্টি নামে সিলেট শহরে।আজকের তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।


নগরীর বাসিন্দা আব্দুস শুকুর বলেন, সিলেটের মানুষ বৃষ্টি পছন্দ করে।গত কয়েকদিনের লোডশেডিং ও তীব্র তাপদাহে আমার মতো অনেকেই বৃষ্টির প্রত্যাশা করছিলো।অবশেষে সেই বৃষ্টির পানিতে ভিজেছে রাস্তাঘাট।এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।


সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর তালুকদার জানান,এই কয়েকদিন সিলেটের আবহাওয়া একটু গরম ছিলো।গতকাল বিকাল ৩ টা পর্যন্ত সিলেটের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস। সেটি আজ বিকাল ৩ টায় ছিলো ৩৮.৩ ডিগ্রী সেলসিয়াস।এটিই এই বছরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকভাবেই আজকের তাপমাত্রা বেশি থাকায় তীব্র গরম ছিলো।এরমধ্যে বিকাল সাড়ে তিনটা থেকে বেশ কিছু জায়গা থেকে বৃষ্টি হয়েছে।এটি অনেকটা স্বস্তি দিয়েছে মানুষকে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি