সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

কুলাউড়ায় রাস্তায় পাকা দেয়াল নির্মাণ

  • প্রকাশের সময় : ১০/০৯/২০২৪ ০৮:১৭:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
32

কুলাউড়া উপজেলার গাজিপুরে রাস্তার উপরে পাকার ওয়াল নির্মান করায় বিপাকে  পড়েছেন  ৩৫ টি পরিবারের সদস্যরা। শুধু তাই নয়,গাজিপুর বাজারে যাতায়াতকারী শত শত লোকজনও পড়েছেন বিপাকে।


এ ব্যাপারে ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যানের কাছে ধর্ণা দিলেও তিনি রাস্তা থেকে দেয়াল সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ না নেওয়ায়  জনমনে হতাশা বিরাজ করছে।  


মঙ্গলবার  কুলাউড়া সহকারী কমিশনার(ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী । 


লিখিত অভিযোগ থেকে জানা যায়, গাজিপুর গ্রামের জনৈক আরাফাতুল হক চৌধুরী হঠাৎ করে জনসাধারনের চলাচলের ৫০ বছরের পুরাতন এজমালী রাস্তার উপর ১০/১২ ফুট লম্বা একটি উচু ওয়াল নির্মান করেন। এতে চরম বিপাকে পড়েছেন রাস্তা দিয়ে চলাচলকারী ৩৫ টি পরিবারের শত শত নাগরিকবৃন্দ। 


এব্যাপারে  এলাকাবাসীর পক্ষে শাহান চৌধুরী বলেন.এজমালী রাস্তার অংশীদার আমিও।  জনসাধারন জায়গা কিনে বসতি স্থাপন করায় উক্ত রাস্তা দিয়ে ৩৫ পরিবারসহ গাজিপুর বাজারে যাতায়াতের জন্য শত শত লোকজন ব্যবহার করছেন। শান্তিপূর্ন যাতায়াতে হঠাৎ করে দেয়াল নির্মান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চরম বিপাকে পড়েছেন নিরীহ গ্রামবাসী। 


এব্যাপারে আরাফাতুল হক চৌধুরী জানান, আমার জায়গার উপর দেয়াল নির্মান করেছি। এতো পরিবার নেই সেখানে। 


এব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, জনসাধারনের চলাচলে বাধাসৃষ্টির অভিযোগে এলাকাবাসীর অভিযোগটি পেয়েছি। যিনি দেওয়াল নির্মান করেছেন তাদেরকে অফিসে ডেকেছি। শুনানী শেষে ব্যবস্থা গ্রহন করব।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি