সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

‘সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়'

  • প্রকাশের সময় : ১০/০৯/২০২৪ ০৬:১৯:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বাজার মূল্যের সাথে সরকারি কর্মচারীদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাদের কি কি সুযোগ-সুবিধা আছে তা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডেরও সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার করা দরকার। 


২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় বিভাগীয় কমিশনারের কার্যলয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে এ সভা মঙ্গলবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  এ. কে. এম আবদুল্লাহ খান।


বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার)। 


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  এ. কে. এম আবদুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, আগে ঊর্দ্ধতন সরকারি কর্মচারীবৃন্দ  কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসার অনুদানের জন্য আবেদন করতে ভীষণ লজ্জা পেতেন। এটা লজ্জার কোন বিষয় নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে সব ধরনের অনুদানের আবেদনের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মচারী  এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অনুদানসহ অন্যান্য ভাতা ও অনুদানসমূহের টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন। 


সিলেট জেলার বিভিন্ন দপ্তরের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় অংশগ্রহণ করেন।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি