সিলেট মহানগরীর হরাইজন পল্লী হিসাবে পরিচিত কাষ্টঘরে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পাইপ থেকে ১৭টি তাজা বুলেট উদ্ধার করেছে র্যাব-৯।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে বুলেটগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাইপে পড়ে থাকা ১৭টি বুলেট উদ্ধার করা হয়েছে। পাইপটি দীর্ঘদিন থেকে অব্যবহৃত।
তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।