সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

নিয়োগের পরদিনই প্রত্যাহার এনামুল : সিলেটের নতুন ডিসি মাহবুব মুরাদ

  • প্রকাশের সময় : ১০/০৯/২০২৪ ০৩:১০:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
58

নিয়োগ পাওয়ার পরদিনই সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পি কে এম এনামুল করিমের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন করে সিলেটের ডিসি হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এনামুল করিমের নিয়োগ বাতিল প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে পি কে  এম এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ/বদলি আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।


এর আগে, সোমবার (০৯ সেপ্টেম্বর) প্রত্যাহার হওয়া দেশের ২৫টি জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এরমধ্যে সিলেটের ডিসি হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম। তবে একদিনের মাথায় এনামুল করিমের নিয়োগ বাতিল করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি