সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি পরিচয়ে ভূমি জবর দখল চেষ্টা, অভিযোগ

  • প্রকাশের সময় : ০৮/০৯/২০২৪ ০৬:৪৭:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
93

সিলেটে ক্রয়কৃত ভূমি একটি রাজনৈতিক দলের নেতা পরিচয়ে জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।


অভিযোগকারীর নাম নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, কয়েছ আহমদ ও পারভেজ আহমদ। তাদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, পিতার নাম আসাব আলী।


শনিবার ( ৭ সেপ্টেম্বর)  সিলেট মহানগর পুলিশের কমিশনারের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে তারা উল্লেখ করেন, সিলেট সদর উপজেলার দেবপুর মৌজার ৮১ জেএল নম্বরের ২৪৫৪ নং দাগের ১২ শতক ভূমি ১৯৯৮ সালে ৫৫৯২নং দলিলে তাদের বাবা ক্রয় করেন। এরপর নামজারি করে তারা এই ভূমি দখলে রাখছেন। কিন্তু গত ৬ সেপ্টেম্বর জাহাঙ্গীর, শাহজাহান, মাতাব ও জামাল নামে ৪ ব্যক্তি অজ্ঞাত পরিচয় আরও ১০/১৫ জন মিলে তাদের ভূমিতে অনতিধিকার প্রবেশ করে একটি ছোটো বেড়ার ঘর নির্মাণ করে।


খবর পেয়ে তারা আইনজীবীর মাধ্যমে তাদের সঙ্গে বেআইনী অনুপ্রবেশ ও ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তারা জানায় এই ভূমিতে তাদের অধিকার আছে। এতদিন তাদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তারা জানান, এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তারা কোনো ব্যবস্থা নিতে পারেন নি। এখন তারা বিএনপির পরিচয় দিয়ে জানান, ভূমির বিক্রেতা তাদের আত্মীয়। 


পরে রোববারও তারা নির্মাণ সমাগ্রী নিয়ে উক্ত ভূমিতে প্রবেশ করলে স্থানীয়ভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করা হয়। তারা নানা টালবাহানা দেখিয়ে এতেও সম্মত হয়নি। দু’জন  উকিল নিয়ে অভিযুক্তদের সাথে বসতে চাইলে তারা স্থান ত্যাগ করেন। তবে মাতাব নামক এক ব্যক্তি বিএনপির লোক পরিচয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।


পরে মাতাবের সহযোগীতায় জাহাঙ্গীর ও শাহজাহান বেআইনী অনুপ্রবেশ করে নানা অপতৎপরতা চালায়। এ অবস্থায় তারা খুবই অসহায় অবস্থায় দিনযাপন করছেন। তারা যাবতীয় কাগজাদি পরীক্ষা নিরীক্ষা করে ভূমিখেকোদের কবল থেকে তাদের ভূমি উদ্ধারে সিলেট মহানগর পুলিশের সার্বিক সহযোগীতা চেয়েছেন।


এ ব্যাপারে অন্যতম প্রধান অভিযুক্ত মাতাব বলেন, আমার নামে মিথ্যা  অভিযোগ দেয়া হয়েছে। আমি জীবনেও কোনো রাজনৈতিক দলের সাথে নেই, বিএনপির পরিচয় দেয়ারতো প্রশ্নই উঠেনা।


এই ভূমির স্বত্ত্ব দাবিদার প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর স্বীকার করেন তারা জমি দখলে গিয়েছেন এবং তাদের আইনী বৈধতা রয়েছে। এ ব্যাপাওে যাবতীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই তারা দখল নিয়েছেন।


আর স্থানীয়দের উদ্যোগে সমাধানের প্রচেষ্টায় অসহযোগীতা প্রসঙ্গে তিনি বলেন, তারা গুণ্ডা পাঠিয়েছেন। তাই  আমরা তাদের সঙ্গে বসিনি।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি