সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে বস্তাবন্দী অবস্থায় মানুষের একটি পা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট বিমানবন্দর সড়কের মালনীছড়ায় এলাকা থেকে পা’টি উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশেই বস্তাটি পড়ে থাকায় স্থানীয়রা আমাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী একটি পা উদ্ধার করে। পাটি একেবারে তাজাও নয়, আবার পঁচাও নয়। হয়তো একদিন আগে কাটা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে অন্য কোথাও পাটি কাটা হয়েছে এবং এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে আশপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য পা'টি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল সংগ্রহে রাখা হবে বলে জানান তিনি।