ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জমিয়ত।
রোববার (৮ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মহানগর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা উত্তরের সেক্রেটারি মুফতি এবাদুর রহমান কাসিমী এক যৌথ বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, রাষ্ট্রকাঠামো থেকে স্বৈরাচার দূর হওয়ার পর দেশের অন্যান্য ক্ষেত্রের ন্যায় গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে এসেছে। এতদিন কোন গণমাধ্যমই স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারেনি, সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে কাজ করতে পারেননি।
সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দক্ষ নেতৃত্বে প্রেসক্লাবের গতিশীলতা ফিরে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেট অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন জমিয়ত নেতৃবৃন্দ।