সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : ০৭/০৯/২০২৪ ১১:৩৮:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিবের পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


এরআগে গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেয়া ছিল বিএনপি মহাসচিব এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগমের।


৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন।


সর্বশেষ গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি