সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭/০৯/২০২৪ ০৯:৩৬:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্হাপনায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম।


শনিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় অনুষ্ঠিত নারী সমাবেশ আরো বক্তব্য রাখেন সহকারী পরিচালক রকিবুল হাসান ও সাবেক ইউপি সদস্য রহিমা আক্তার।


সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সবারই পারস্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত বলে উল্লেখ করেন। এছাড়া মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে নারী সমাজের করণীয় সম্পর্কে অতিথিবৃন্দ বিশদ আলোচনা করেন। 


জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি