সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেটে আটক গোপালগঞ্জের সেই দুই যুবক কা রা গা রে

  • প্রকাশের সময় : ০৭/০৯/২০২৪ ০৬:৪৫:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আটক দুই যুবক কে কারাগারে পাঠানো হয়েছে।  


আজ শনিবার অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে বিজিবির দায়েরকৃত মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   


এর আগে শুক্রবার বিকালে দনা সীমান্তের বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।


কারাগারে পাঠানো যুবকরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্মভিলা গ্রামের বাবলু হোসেনের পুত্র লিয়াকত শেখ (৪৫)।


বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।  




সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি