সারাদেশের ন্যায় একযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কণ্ঠে ধরো’, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি; এই স্লোগানে প্রতিবাদী জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব, সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দুলন দেবনাথ, সদস্য কেবি প্রদীপ, সজিব চন্দ, অসিম সুত্রধর, মিন্টু সুত্রধর, শম্ভু চন্দ, বাউল লাল শাহ, চিনু চক্রবর্তী, রানো তালুকদার, দীপক দাশ, সিপন দাস, বাপ্পা তালুকদার, তকদির শাহ ও ঝুমা দেবসহ আরও অনেকে।