সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

ছাতকে সুরমা থেকে ভাসমান লা শ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৬/০৯/২০২৪ ০৭:৫৯:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

ছাতকে সুরমা নদী থেকে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার সকাল সাড়ে ১১টায় ছাতক নৌ-পুলিশ নদী থেকে এ লাশ উদ্ধার করে।


স্থানীয়ও নৌ-পুলিশ সুত্রে জানাগেছে ছাতক পৌর সভার আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন (বাজনা মহল) এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন।খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ও এসআই মো:বাদল ফকিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। 


পুলিশ জানায়, অজ্ঞাতনামা লাশের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হতে পারে। তাদের ধারণা ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।


এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি