দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে এক গোলে এগিয়ে আছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে গোলটি করেন মোরসালিন।
খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বাংলাদেশের ক্রস বক্সে গ্রিপে নিতে পারেননি ভুটানি গোলরক্ষক। যার ফলে হাত ফস্কে বল পড়ে মোরসালিনের পায়ে। মোরসালিন একটু সামনে এগিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি। ডিফেন্ডার গোল লাইন সেভ করার চেষ্টা করেও পারেননি।
ম্যাচে বাংলাদেশ এক গোল লিড পেলেও খুব ভালো ফুটবল খেলেনি। বল দখলে থাকলেও গোছালো আক্রমণ সেভাবে দেখা যায়নি। প্রথমার্ধে দুই দল বল নিয়ে ছোটাছুটি করলেও পরিকল্পিত কিছু দেখা যায়নি।
এদিকে, বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের তখন প্রথমার্ধের যোগ করা সময় চলছে। চোট পাওয়ার কারণে মেডিক্যাল টিমকে মাঠে আসার সংকেত দেন বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। তাকে স্ট্রেচারে করে তুলে নিতে মাঠে ঢুকেন মেডিক্যাল টিমের কয়েকজন সদস্য। কিন্তু এর মধ্যে একজন হুট করেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবলাররা। প্রাথমিকভাবে মেডিক্যাল টিমের সেই সদস্যকে সিপিআর দেওয়া হলেও পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও চালু হয় খেলা।