সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৪ ০৪:০১:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের শান্তিগঞ্জে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ।
Share
21

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এল.এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আবু ইসহাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী।


সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আলিমুল ইসলাম।


এসময় সহকারী শিক্ষক আলাউদ্দিন, শংকরী চক্রবর্তী, এরশাদ আলী, চম্পারানী সরকারসহ ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি