বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

বড়লেখায় পিকআপ উ/ল্টে প্রা/ণ গেল ব্যবসায়ীর

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৪ ১২:৩৭:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে মো. আব্দুল মানিক (৬৫) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।


বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপের চালকও আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।


নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে। 


স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি