বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৪ ১১:০৭:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক (বামে) ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সাক্ষাৎ করেছেন। 


বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


এসময় হাইকমিশনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে এসে যোগ দেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি