বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনডোর গেমস শুরু

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৪ ১০:৫৪:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে এমইউ ইনডোর গেমস সিজন-১৩ শুরু হয়েছে।


বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ইনডোর গেমসের উদ্বোধন হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইকিউএসির পরিচালক অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন ও প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম উপস্থিত ছিলেন।


এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন।


এতে সাধারণ সম্পাদক মোশাররফ মুসা, সাংগঠনিক সম্পাদক তাহমিদ অন্তর রাব্বিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


মেকআপ স্টুডিও বাই জাকিয়া প্রেজেন্টস এমইউ ইনডোর গেমস সিজন-১৩’তে ক্যারম, লুডু, টিক-ট্যাক-টু, দাবা, ডার্টস প্রভৃতি খেলায় অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে প্রতিযোগিতা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি