সিলেটের শাহপরান থানাধীন মীরমহল্লায় ফাতেমা বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মীর মহল্লার সর্বস্তরের জনসাধারণ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলের নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৃথক-পৃতক ব্যানারে ৩৪নং ওয়ার্ডের নান শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।
বদরুছ মেহেরের সভাপতিত্বে ও শিমুল মিয়ার পরিচালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন আব্দুস সামাদ, জলিল মিয়া, আনছার আলী, রিপন আহমদ, মো. শাহাবুদ্দীন, জুনেদ আহমদ, ইয়ামিন আহমদ, আসিক আহমদ, মহির, জিসান মিয়া, ইয়াছিন আহমদ, আবিদ মিয়া, মাহফুজ আহমদ, সাগর আহমদ, জান্নাত খাতুন, শাপলা বেগম, শিউলি আক্তার, আখলিমা বেগম, মোঃ শাওন, আশরাফ আলী, ইমতিয়াজ রহমান ইনু, ছনি আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজ নিরীহ ফাতেমা বেগমের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। দুইমাস পূর্বে সন্ত্রাসীরা নিরীহ ফাতেমা বেগমকে নিষ্ঠুরভাবে হত্যা করে। তারা এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছেনা। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।