সিলেটের বিশ্বনাথে পড়া-লেখায় আগ্রহ বাড়াতে ২৯ টি প্রাথমিকি, মাধ্যমিক ও মাদ্রাসার ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি বিতরন করা হয়েছে।
বুধবার বিকেলে মেধাবৃত্তি বিতরণ করেন আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট ও খান পড়শী তহবিলের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুল বাছির খাঁন।
এতে ১৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪ জন, ১২টি মাদ্রাসা থেকে ২৪ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হয়।
উপজেলার বাগিচা বাজরের কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহজালাল শাহকাজী লতিফিয়া দাকিল মাদ্রাসার সভাপতি হাজী ইব্রাহিম খাঁন।
ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল বাছির খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা সহকারি শিক্ষা শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, অধ্যক্ষ আব্দুর রহিম, মুরব্বি সফিকুল আলম, কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছ উদ্দিন, মাদ্রা সুপার জয়নাল আবেদীন, শামিম মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, জাপা নেতা সুমন আহমদ চুনন, বিএনপি নেতা মারুফ আহমদ মাছুম, জালাল মেম্বার ও শিক্ষার্থী সেজুতী দে জয়ী।