বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

ডিআইজি হলেন আলী হোসেন ফকির

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৪ ০২:৪২:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি:মো.আলী হোসেন ফকির।
Share
34

ডিআইজি হলেন আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো.আলী হোসেন ফকির।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।


এর আগে তিনি ২০২২ সালের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো.আলী হোসেন ফকিরকে অবসর দেওয়া হয়। ওই সময় খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।


পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এছাড়াও তিনি সিলেটের আরআরএফ বেশকিছু দিন কর্মরত ছিলেন। আলী হোসেন ফকির বলেন, ওয়ান ইলেভেনের পর থেকে বিভিন্নভাবে বেষম্যের শিকার হতে হয়েছি এমনকি আমাক বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন পর পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ায় তিনি দেশবাসীরকাছে দোয়া চেয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি