মহসিন রনি, বিয়ানীবাজার: আজ (বুধবার) থেকে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ উপজেলা জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এক যোগে কাজ করবে৷
এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের খবরে বিয়ানীবাজার উপজেলার সর্বমহলে স্বস্তির নিশ্বাস দেখা দিয়েছে। পৌর শহরের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবীরাও সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
বিগত দিনে বিয়ানীবাজার উপজেলায় অস্ত্রের মহড়া সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হলেও এমন অভিযানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে বিয়ানীবাজার পৌর শহরের ব্যবসায়ী মোহাম্মদ জহির মিয়া বলেন, বিগত দিনে শহরে অস্ত্রের অনেক আনাগোনা দেখেছি, যার ফলে আমরা বিভিন্ন সময় আতঙ্কে থাকতাম। যৌথ বাহিনীর এমন অভিযানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করি।
সংবাদকর্মী জয়নুল ইসলাম বলেন, সারাদেশ সহ বিয়ানীবাজার উপজেলায় যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান পরিচালনা করবে সেটির পক্ষে পুরো দেশের মানুষ। আমরা আশাবাদী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব সময় এভাবে জনগণের পক্ষে থাকবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার থানা পুলিশের সূত্রমতে, ৪২টি অস্ত্র আগে থেকেই থানায় জমা ছিল। বাকীগুলো মালিকরা সরকারি নির্দেশনা অনুযায়ী জমা দিয়েছেন। এছাড়াও বিয়ানীবাজারে বর্তমানে বৈধ অস্ত্রের সংখ্যা ১৬১টি।