বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সিলেটে উল্টে গেলো বালুবাহী ট্রাক, অতঃপর...

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৪ ১১:৫১:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

সিলেট নগরীর মিরাবাজারে স্লিপারে চাকা ঢুকে একটি একটি বালুবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ট্রাকের চালক।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর মিরাবাজারে বিরতি স্টেশন পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বালুবাহী ওই ট্রাকের চালক জানান, সিলেটের সারিঘাট থেকে ঢাকা যাওয়ার পথে মিরাবাজারে পাম্প থেকে ট্রাকটিতে তেল সংগ্রহ করে ঘোরাতে গিয়ে স্লিপারে ঢুকে যায় ট্রাকের চাকা। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।


তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে রেকারের মাধ্যমে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়।


সিলেট মেট্রোপলিটন ট্রাফিক ইন্সপেক্টর শাহীন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি