বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সাবেক মন্ত্রী মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৪ ০২:৩৬:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


হামলায় আহত জহুর আহমদ নামের এক শিক্ষার্থীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে সোমবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলাটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম।


৪ অগাস্ট ছাত্র-জনতার কর্মসূচিতে বাদীর ভাই জহুর আহমদ গুলিবিদ্ধ হন। হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে।


মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর থানার ওসি খালেদ চৌধুরী এবং এসআই রিয়াজ আহমদ।


মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টির নেতাকর্মী এবং সাংবাদিকসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।


মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও আসামিদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।


আইনজীবী মাসুক আলম বলেন, মামলার আবেদন গ্রহণ করে নথিভুক্তির আদেশ দিয়েছে আদালত।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি