বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

চাঁদা দাবি করায় ছাত্রদল নেতাসহ ৩ জনকে পুলিশে দিলেন বিএনপি নেতা

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৪ ১১:২৯:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

সুনামগঞ্জের জজকোর্ট এলাকায় বিএনপির নাম করে চাঁদা দাবি করায় জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ, আইনজীবী সহকারী কবির হোসেনকে আটক করেছে পুলিশ।


সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জজ আদালতে নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দুই ছাত্রদল নেতা ও এক আইনজীবী সহকারী। পরে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে জানানো হলে তিনি তিন চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন পুলিশকে। পরে সদর থানা পুলিশ তিন তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

জেলা বিএনপির নেতা নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে সঙ্গে সঙ্গে পুলিশে দেয়া হবে। এমন অপকর্মের সমর্থন কখনোই বিএনপি করেনি, করবে না।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, জেলা জজের নাজিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি