বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

মধ্যনগরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : ০২/০৯/২০২৪ ০৮:৪৫:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের মধ্যনগরে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের চেক হস্তান্তর।
Share
15

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের মৃত মো.এমদাদুল হকের বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে।


সোমবার(২সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় গলহা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আতিক কম্পিউটার এন্ড ষ্টেশনারী শোরুমে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কলমাকান্দা সহকারী জোন প্রধান ও মধ্যনগর সাংগঠনিক অফিসের এজিএম রনদা প্রসাদ তালুকদারের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ভ্রাম্যমান মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়। মৃত মো.এমদাদুল হকের বাবা ফজলুল হকের হাতে ১ লাখ ৪৫ হাজার ৩৩২ টাকার চেক তুলে দেওয়া হয়।


এসময় বক্তব্য রাখেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ  আব্দুল কাদির, মুরব্বী মো.নূরুল ইসলাম প্রমুখ।


বক্তৃতায় রনদা প্রসাদ তালুকদার বলেন, ন্যাশানাল লাইফ ইনসুরেন্স কোম্পানির ৪০ বছরের পথযাত্রায় সুনামের সাথে মানুষের উন্নত জীবন মানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বীমা কর্মীর সহাবস্থান শর্তাবলী যথাসময়ে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে সেবা দিয়ে থাকে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি