বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছোট ভাইয়ের ‘ছু রি কা ঘা তে’ বড় ভাই খু ন

  • প্রকাশের সময় : ০২/০৯/২০২৪ ০৭:৫৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
35

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছুরিকাঘাতে নওশাদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই জুহেদ মিয়ার ছুরিকাঘাতে নিহত হন নওশাদ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন জুহেদ মিয়া।


সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোয়াখানী মহল্লা এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নওশাদ কবিরাজি করতেন। তিনি উপজেলার দোয়াখানী মহল্লার কিম্মত আলীর ছেলে। নওশাদের সঙ্গে তাঁর ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুহেদ উত্তেজিত হয়ে নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।


বা‌নিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইস‌লাম বলেন, তা‌দের বাড়ির সীমানা নি‌য়ে বি‌রোধ ছিল। এখনও মামলা হয়‌নি। মামলা প্রক্রিয়াধীন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি