বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ০২/০৯/২০২৪ ০১:১৪:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
339

সিলেটের ফেঞ্চুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের উপর হামলার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


শনিবার (৩১ আগস্ট) উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃ তালহা আহমদ রাফি বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় এ অভিযোগ করেন।


এতে আসামিরা হলেন- মাইজগাঁও ইউনিয়নের মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ মাহমুদ কাশেম, মো: উল মিয়ার ছেলে মো: রিফাত আহমেদ ইফনান, মো: পারভেছ মিয়ার ছেলে আব্দুল অহিদ মারজান, মোঃ লতিফ মিয়ার ছেলে মো: জলিল সাহিদ, মোঃ লাল মিয়ার ছেলে মুরাদুজ্জামান মাহিন। এছাড়া আরও অজ্ঞাতনামা আরও ৫/৬  জন।


অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামী মো: মাহমুদ কাশেম ভুক্তভোগী তালহা আহমদ রাফিকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করেন, সেই পোস্টে অন্য বিবাদীরা তাকে উদ্দেশ্যে করে কমেন্ট করলে পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগীর নজরে আসলে তিনি প্রতিবাদ করেন।


পরবর্তীতে গত ২৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে জোরপূর্বক ভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে বাড়ির বাইরে এনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় ভুক্তভোগী তালহা আহমদ রাফি প্রতিবাদ করলে মাহমুদ কাশেম ও অন্য বিবাদীরা  তাকে এলোপাতাড়িভাবে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।


এসময় তার চিত্কার শুনে স্থানীয় লোকজন এসে অভিযুক্তদের হাত থেকে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে গত ৩১ আগস্ট ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।


ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি