সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উজানীগাঁওস্থ ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সহ- সভাপতি সলিবনূর বাচ্চুর সভাপতিত্বে ও জেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য এস এম রাবেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন , উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব ইসলামুল হক জয়েন, যুগ্ম আহবায়ক রবিউল হাসান, পূর্ব পাগলা ইউপি বিএনপি'র সহ-সভাপতি ফারুক আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শের আলম শিশু, সাবেক ছাত্রদল নেতা মুফাসসির আহমদ(রিয়াদ), সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মোর্শেদ আহমদ, তাকিন মিয়া, জিসান, তপু ইসলাম(ইমন), ফখরুল ইসলাম রিহান, মিনহাজুল ইসলাম, রেজুয়ান, কামরুজ্জামান, সুহেল, জিয়া, মোহন, তাহির মিয়া, ফয়েজ মিয়া, মহিবুর রহমান ও ফয়সল মিয়াসহ আরও অনেকে। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।