বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

সাংবাদিক আইনজীবীসহ ৯২ মার্কিন নাগরিককে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : ২৯/০৮/২০২৪ ১১:৫০:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

ওয়াশিংটনের মস্কোবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও সামরিক শিল্প সংস্থার প্রধানসহ ৯২ মার্কিন নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।


 বুধবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।


সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায়পড়া ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নাল, ৫ জন নিউইয়র্ক টাইমস এবং ৪ জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আছেন।

 

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তথাকথিত স্বাধীনতা ও মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই।’

 

রাশিয়ায় ১৬ মাস কারাবাস শেষে চলতি মাসে ছাড়া পেয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের জ্যেষ্ঠ সাংবাদিক ইভান গেরশোভিচ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকাকে ‘হাস্যকর’ উল্লেখ করে এক বিবৃতিতে গেরশোভিচ বলেন, ‘ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতাবিরোধী। বছরের পর বছর ধরে তারা সত্য প্রকাশকারীদের ওপর হামলা চালিয়ে আসছে। এ পদক্ষেপটিও সেই হামলারই অংশ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকা হাস্যকর এবং আমরা এতে অবাক হইনি।’

 

নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

তালিকায় বেশকিছু রাষ্ট্রীয় প্রসিকিউটর, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও রয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি